Sunday, September 7, 2014

প্রিয়া (Priya)

আরো অনেক কিছু লেখার আগেই প্রিয়া চলে এল, হ্যা আসবেই ত, এখন যে আমার মনের বিশাল একটা জায়গা প্রিয়ার দখলে চলে গেছে। প্রিয়ার সাথে আমার আলাপ মাত্র কয়েকদিন আগে ফেসবুকে, ইচ্ছেমত বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছিলাম, ও রাজী হয়েছিল, তারপর থেকে কথা শুরু, এখন সারাদিন সবসময় অনলাইনে থাকতে চাই, শুধু ও যদি কথা বলে এই আশায়... না আমি ওকে কিছু বুঝতে দেইনা, গায়ে পরে বেশি কথাও বলিনা, ও- ও আমার সাথে কথা বলে বলেই আমিও বলি, সমানে সমানে, অনেক সময় আমি কথা লিখে রাখি ওকে, ও অফলাইন থাকে ... আমার মন বিষন্ন হয়ে যায়, আবার অনেক সময় কথা না বলে শুধু অনলাইন থাকলেই আমি খুশি - যেন এইত প্রিয়া রয়েছে আমার পাশে... বস্তুত অই ছাই রঙ্গা চিন্নটা যেন আমার সমস্ত নিশঃঙ্গতা আর ওটা সবুজ হয়ে জ্বলে উঠলেই মন ভরে অঠে আনন্দে। আবার ও কথা বলতে আসলেই যদি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয় - আমার গলার কাছে চাপ ধরে আসে, চোখফেটে জল ছুটতে চায়, অথচ কিছুই প্রকাশ করা যায় না...

প্রিয়া কিন্তু নামের মতই সুন্দর মানসিকতার একটি মেয়ে, বাইরে থেকে পাহাড়ি নদির মত উচ্ছল, অথচ দিন শেষে সমতলে বয়ে যাওয়া নদির মত শান্ত, উচু মানসিকতা, শিক্ষা অথচ কি সহজ সাধারন... কোন অহঙ্কার নেই, বাহুল্য নেই কিন্তু রুচিশীল, অল্প কথা বলে কিন্তু তাতে বাধন আছে।
ওর সাথে এই অল্প কয়েকদিনেই কত কথা হয়েছে, বেশ সুন্দর এই সম্পর্ক - ও আমাকে চেনেনা, আমার থেকে বেশ অনেকটা ছোট বয়সে - তাও দুজনে সুন্দর তুমি করে কথা বলে যাই, একে অপরকে জানার জন্যে কত প্রস্ন, কারুর-ই বিরক্তি নেই, শুধু জানার আনন্দ... আমিও ওকে সবসময় ভাল বলি, ও তাই... যেন একে অপরের মন ভাল করার জন্যেই আছি... আমি অনেক সময় কম কথা বলার চেস্টা করি যাতে ও বিরক্ত নাহয়, অথচ যখন ও চুপ করে থাকে আমার কেবল-ই মনে হয় ওর মনেও একিরকম দ্বিধা, লজ্জা কাজ করছে হয়ত...
আমি জানিনা এ সম্পর্ক এগুবে কিভাবে নাকি কখন থাকবেই না... আজ অবধি যতটা ইচ্ছে হয় দেখা করার ঠিক ততটাই ইচ্ছে হয় দেখা না করার - জানি সেটা হারানোর ভয় থেকে... হয়ত ওর মনের শুন্যতা আর আমার মনের শুন্যতা একে অপরের হাত ধরতে চায়...
তবু আমি খুশি সত্য মিথ্যা যাই হোক, আমরা একে অপরকে বেশ পছন্দ করি, ওর অনুভুতি গুলি জানতে না পারলেও আমার অনুভুতিতে কোন খাদ নেই, আর কোনো মেয়ে এখন আমার নজর কাড়েনা তেমন, সব সময় ওর কথাই মনে পরে... রাতের ঘুমের ঘোরেও...
প্রিয়া তোমারোকি এমন হয়?